সাউদার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক শিক্ষা বিভাগে নবীন বরণ অনুষ্ঠান


সাউদার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক শিক্ষা বিভাগে নবীন বরণ অনুষ্ঠান

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক শিক্ষা বিভাগের স্প্রিং সেমিস্টার ২০২৫’-এর স্নাতক ও স্নাতকোত্তর  শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদের আরেফিন নগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আজহারী। 

স্নাতক প্রথম ব্যাচের শিক্ষার্থী সাজেদুল করিম সাজু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন ও রেজাউল মোস্তফা রেজা।

মোহাম্মদ নুরুন্নবী ইসলামিক স্টাডিজ বিভাগসহ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য নবীন শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করার পাশাপাশি ইসলামিক স্টাডিজ বিভাগের ভিশন-মিশন, ক্যারিয়ার উইন্ডোসসহ সার্বিক বিষয়ের উপর আলোকপাত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×