জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা, দুই ভবন শাট ডাউন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা, দুই ভবন শাট ডাউন

ঢাকার চিত্তরঞ্জন এভিনিউর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চলমান গণঅনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা এবং শহিদ সাজিদ ভবন ও রফিক ভবন শাট ডাউন করে অনশন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সাজিদ ভবন ও সাড়ে ৮টা থেকে প্রধান ফটক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। পরে ৯টার দিকে তালা দেয়া হয় রফিক ভবন।

এর আগে রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে আমরণ গণঅনশন শুরু করেন শিক্ষার্থীরা। রাতে অন্তত ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্যালাইন দিয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করে রাখা হয়।

পরে জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত ছাত্রী জবির শহিদ মিনারের সামনে এসে বসে পড়েন। 

এ সময় ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, ‘আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এসেছি।’

ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের ছাত্রী রিতা বলেন, ‘যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে, তখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।’

জীবন গেলেও দাবি আদায় করে ছাড়বেন বলে হুঁশিয়ার করেছেন অনশনরত শিক্ষার্থীরা। 

গতকাল রোববার রাতে হাসপাতালের বেড থেকে শিক্ষার্থী রাকিব বলেন, ‘সফল হলে সবাই একসাথে সফল হব। মারা গেলে সবাই এক সাথে মারা যাব, তবুও অধিকার আদায় করেই ছাড়ব।’

অন্যদিকে, রোববার রাত অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×