৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

  • প্রকাশঃ ০৬:৪২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার (বিসিএস) অনলাইনে আবেদনের নতুন সময়সীমা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন। 

এ বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। গত ২৮ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এর আগে গত ৯ ডিসেম্বর ৪৭তম বিসিএসের আবেদন অনিবার্যকারণে স্থগিত করে পিএসসি। ১০ ডিসেম্বর থেকে এই আবেদন শুরু হওয়ার কথা ছিল।

অন্তর্বর্তী সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও সেটা তখনো কার্যকর না হওয়ায় আবেদন স্থগিত করা হয়েছিল বলে জানিয়েছে পিএসসির একটি সূত্র। আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করার পরই অনলাইনে আবেদনের নতুন সময়সীমা জানাল পিএসসি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×