সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার


সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

বিদায়ী সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সে নতুন উল্লম্ফন দেখেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত মাসে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার, যা চলতি অর্থবছরের অন্যতম সর্বোচ্চ প্রবাহ। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের সেপ্টেম্বরে এ খাতে আয় ছিল মাত্র ১৬৩ কোটি ৪০ লাখ ডলার।

এর আগে, চলতি বছরের আগস্টে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ টানা তিন মাস ধরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর হার বেড়েছে। পাশাপাশি ডলারের উচ্চ বিনিময় মূল্য প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত করছে। ফলে সাম্প্রতিক মাসগুলোতে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

তাদের মতে, “বিদেশ থেকে আয় পাঠানোর জন্য হুন্ডির বদলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার এখন অনেক বেশি লাভজনক হয়ে উঠেছে। এর ফলেই সেপ্টেম্বর মাসেও রেমিট্যান্সের প্রবাহ শক্ত অবস্থান ধরে রেখেছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×