ঢাকায় শুরু হচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট


ঢাকায় শুরু হচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট

বাংলাদেশের ব্যবসায়িক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে গঠিত হচ্ছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SABCCI)।

এই চেম্বারের গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে ঢাকায় আগামী ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিজনেস সামিট আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন দুই দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞবৃন্দ।

রোববার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসএবিসিসিআই-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ (ব্যবস্থাপনা পরিচালক, গ্যালাক্সি গ্রুপ), প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী।

এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, “সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলতে এই যৌথ উদ্যোগ সময়োপযোগী। বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিপণ্য, আইটি, ডিজিটাল ফাইন্যান্স এবং পাটজাত পণ্যের ক্ষেত্রে সৌদি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন সৌদি আরবে দক্ষ জনশক্তি প্রেরণের পাশাপাশি বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে পেট্রোকেমিক্যাল, ইস্পাত, কৃষিশিল্প, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি এবং সেমিকন্ডাক্টর খাতে উভয় দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বিজনেস সামিটে সৌদি আরব থেকে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শেখ ওমর আব্দুলহাফিজ আমিরবকশ, মালিক-মাজদ আল উমরান গ্রুপ।

তিন দিনের আয়োজনে প্রথম দিন অর্থাৎ ৬ অক্টোবর সৌদি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছাবে এবং একটি রিসেপশন ডিনারে অংশ নেবে। ৭ অক্টোবর সকালে রাজধানীর হোটেল শেরাটনে শুরু হবে মূল বিজনেস সামিট। এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সম্মেলনে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি এবং খাতভিত্তিক বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় আয়োজিত হবে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বিভিন্ন খাতভিত্তিক বিজনেস টু বিজনেস (B2B) মিটিং এবং সৌদি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।

এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী আরও বলেন, “দেশের কল্যাণে আমরা এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছি। সাংবাদিক বন্ধুরা আমাদের এই যাত্রায় সহযোগী, আপনাদের সহযোগিতা ও সহানুভূতি কামনা করছি।”

সংবাদ সম্মেলনে সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমরা কাজ করব। পাশাপাশি সৌদি আরবে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের উন্নয়নেও এসএবিসিসিআই কার্যকর ভূমিকা রাখবে।”

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, “জনশক্তিকে আরও দক্ষ ও শিক্ষিত করে প্রেরণ করতে পারলে রপ্তানি বৃদ্ধি পাবে। একই সঙ্গে দক্ষ জনশক্তির মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।”

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী বলেন, “আমাদের দেশের ব্যাংকগুলো আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে যুক্ত। তবে প্রতিবেশী দেশের ব্যাংকগুলো বিদেশে শাখা খুলে ব্যবসা সম্প্রসারণ করেছে। আমরাও সেই পর্যায়ে যেতে চাই; এজন্য আমাদের প্রয়োজন বিদেশি বিনিয়োগ।”

সংবাদ সম্মেলনের শেষ অংশে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×