তিন-চার মাসের মধ্যে আরও চ্যালেঞ্জ আসবে: অর্থ উপদেষ্টা


তিন-চার মাসের মধ্যে আরও চ্যালেঞ্জ আসবে: অর্থ উপদেষ্টা

আগামী কয়েক মাসের মধ্যেই দেশের অর্থনীতি নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী তিন থেকে চার মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

শনিবার, ৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, "আগামী তিন-চার মাসের মধ্যে আমাদের জন্য আরও চ্যালেঞ্জ আসবে। আমাদের অন্তত চেষ্টা করতে হবে যাতে পরবর্তী সরকারের জন্য একটি কার্যকর পদচিহ্ন রেখে যাওয়া যায়। যদি আপনারা নিজেরাই পদচিহ্ন অনুসরণ না করেন তাহলে জনগণই আপনাদের রাস্তায় নামিয়ে আনবে। ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হতে পারে।"

তিনি আরও বলেন, দেশের ব্যাংক খাতে দক্ষতা বাড়ানোর পাশাপাশি নৈতিকতার উন্নয়নও জরুরি। "ব্যাংক খাতের কর্মকর্তাদের শুধু প্রশিক্ষণ যথেষ্ট নয়। তাদের মনের প্রশিক্ষণও খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রশিক্ষিত কিন্তু অসৎ মানুষ অনেক সময় অপ্রশিক্ষিত মানুষের চেয়ে বেশি ক্ষতি করতে পারে," বলেন তিনি।

অর্থনৈতিক কাঠামোতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং নীতিনির্ধারণে ঘাটতির কথা তুলে ধরে ড. সালেহউদ্দিন জানান, মাত্র ১৪ মাসে এসব সমস্যা দূর করা সম্ভব নয়। জনগণকে তাই ধৈর্য ধরতে হবে বলে তিনি মত দেন। তার ভাষায়, "আমরা চেষ্টা করছি আগামী কয়েক মাসে কিছু মৌলিক সংস্কার কার্যকর করতে।"

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ। সমাপনী বক্তব্যে অংশ নেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান এবং ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউসিবি চেয়ারম্যান শরীফ জহির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমান এবং সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×