তিনটির বেশি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হওয়া যাবে না
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসলামিক স্কলাররা একসময় তিনটির বেশি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হতে পারবেন না। শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য নির্বাচনের জন্য প্রার্থীকে অবশ্যই ইসলামিক বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। এই সদস্যদের প্রতি মাসে ২৫ হাজার টাকা সম্মানী এবং প্রতিটি সভায় উপস্থিতির জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা প্রদান করা যাবে। সদস্য নিয়োগ এবং অপসারণের পূর্ণ ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে থাকবে। রোববার এই নির্দেশনা দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বর্তমানে বাংলাদেশে পূর্ণাঙ্গ ১০টি ইসলামী ব্যাংক এবং প্রচলিত ১৭টি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা রয়েছে। ইসলামী ব্যাংকিং পরিচালনার জন্য প্রতিটি ব্যাংকে শরিয়াহ সুপারভাইজরি কমিটি থাকা বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, “ব্যাংকের শরিয়াহ নীতি প্রণয়ন ও তা কার্যকর করাই এই কমিটির মূল কাজ। বর্তমানে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৭টি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যারা সাধারণত অন্য পেশাতেও ব্যস্ত থাকেন। ফলে এত প্রতিষ্ঠানে যুক্ত হয়ে তারা স্বাধীন ও গভীর বিশ্লেষণ না দিয়ে কেবল সভায় উপস্থিত হয়ে সম্মানী গ্রহণ করেন।”
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, শরিয়াহ সুপারভাইজরি কমিটিতে ৩ থেকে ৫ জন সদস্য থাকবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য মনোনয়নের আগে বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং নীতি বিভাগে পূর্ণ জীবনবৃত্তান্ত এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। একজন সদস্য সর্বোচ্চ ৩ বছরের জন্য নিয়োগ পাবেন এবং তাদের মধ্যে একজনকে কমিটির চেয়ারম্যান করা হবে। নিয়োগের মেয়াদ শেষে কর্মদক্ষতা ও অন্যান্য গুণাবলী মূল্যায়ন করে পুনরায় নিয়োগ করা যাবে। তবে একই ব্যক্তি একই ব্যাংকে ৬ বছর থাকার পর অন্তত দুই বছর বিরতি না নিয়ে পুনঃনিযুক্ত হতে পারবেন না।