পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত, ঘোষণা আসছে শিগগিরই


পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত, ঘোষণা আসছে শিগগিরই

বাংলাদেশের পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আর এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকগুলোর জন্য নিয়োগ দেওয়া হচ্ছে প্রশাসক। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পাঁচজন প্রশাসকের নাম চূড়ান্ত করেছে, যারা অচিরেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের দুইজন পরিচালক এবং তিনজন নির্বাহী পরিচালককে এসব ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্যাংকে অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক ও উপ-পরিচালক পদে আরও তিনজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

রোববার, ২৮ সেপ্টেম্বর, বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, এক্সিম ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হচ্ছে নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদারকে, এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন মো. সালাহ উদ্দীন। এদিকে, ইউনিয়ন ব্যাংকের দায়িত্বে আসছেন পরিচালক মোহাম্মদ আবুল হাসেম, আর গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রশাসক হবেন পরিচালক মকসুদুল আলম।

প্রশাসক নিয়োগের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আগামী মাসের শুরুতেই জারি করা হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় আইনি প্রস্তুতি এবং পর্যালোচনা সভা শেষ করে তারপরই এটি প্রকাশ করবে, যাতে প্রশাসক নিয়োগে কোনো ধরনের আইনগত জটিলতা না থাকে।

প্রসঙ্গত, শরিয়াহভিত্তিক এই পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত আসে বহু অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে। আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে ব্যাংকগুলোর আর্থিক অব্যবস্থাপনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। খেলাপি ঋণের হার এতটাই বেড়ে যায় যে, গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছিল প্রতিষ্ঠানগুলো।

এই পরিস্থিতিতে গ্রাহক অসন্তোষের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ নেয়। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাথমিক হিসাবে এই একীভূতকরণ প্রক্রিয়ায় ব্যয় হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা, যা দেশের আর্থিক খাতের জন্য একটি বড় বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×