সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৫৭২ কোটি টাকা


সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৫৭২ কোটি টাকা

সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছাড়িয়েছে ২৮ হাজার কোটি টাকা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন করে স্বস্তি এনেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন ২৩৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর অর্থমূল্য দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা।

রোববার, ২৮ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহে এই উল্লম্ফনের পেছনে রয়েছে হুন্ডি প্রতিরোধে সরকারের সক্রিয়তা, প্রণোদনার সুফল এবং ব্যাংকিং সেবার উন্নতি। এসব উদ্যোগই রেমিট্যান্স প্রবাহকে ইতিবাচক ধারায় রাখতে সহায়তা করছে বলে মত সংশ্লিষ্টদের।

গত আগস্ট মাসেও প্রবাসী আয়ের চিত্র ছিল অনুরূপ। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছর শেষে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার, যা ছিল তখন পর্যন্ত এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়। ধারাবাহিক এই প্রবাহ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ডলারের সরবরাহে ভারসাম্য আনতে বড় ভূমিকা রাখছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×