স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ৩,৬৬৩ টাকা


স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ৩,৬৬৩ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিপ্রতি দাম ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। সেই অনুযায়ী আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্বর্ণ একই দামে বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

আজকের স্বর্ণের দাম:
২২ ক্যারেট প্রতি ভরি ১,৯৪,৮৫৯ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি ১,৮৬,০০৬ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি ১,৫৯,৪২৪ টাকা
সনাতন পদ্ধতি প্রতি ভরি ১,৩২,৩৫১ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×