চূড়ান্ত ঘোষণার আগেই বাজারে বাড়ল খোলা তেলের দাম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ব্যবসায়ীদের প্রস্তাবের পর সরকার সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও, চূড়ান্ত ঘোষণা আসার আগেই বাজারে খোলা তেলের দাম বেড়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে নতুন দাম নির্ধারণ করা হবে।
তবে এর আগেই বাজারে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়ে গেছে লিটারপ্রতি পাঁচ টাকা পর্যন্ত। বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭২ টাকায় এবং সুপার পাম অয়েল ১৫৫ থেকে ১৬০ টাকা দরে। চার দিন আগেও এই তেলের দাম ছিল যথাক্রমে ১৬৯ টাকা ও ১৫০ টাকা।
জানা গেছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে। তবে এখনো ভোজ্যতেল কোম্পানিগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো দাম বাড়ানোর ঘোষণা আসেনি।
তার আগেই খুচরা বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। তারা জানান, পাইকারি দামে বাড়তি খরচের কারণে খুচরা পর্যায়ে মূল্য বাড়াতে হয়েছে। গত তিন-চার দিনে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। একই সময়ে খোলা সুপার পাম অয়েলের প্রতি ড্রামের দাম ২৯ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার টাকায়।
বোতলজাত সয়াবিন তেলের দাম খুচরা পর্যায়ে স্থিতিশীল থাকলেও পাইকারিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৯ টাকা, পাঁচ লিটারের দাম ৯২২ টাকা, খোলা সয়াবিনের দাম ১৬৯ টাকা এবং পাম অয়েলের দাম ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।