ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:১৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের লিফট বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। সম্প্রতি ঢাকার ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। ওয়ালটন লিফটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, “ওয়ালটন সর্বদা নতুন নতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবন ও উৎপাদনে সচেষ্ট। এরই প্রেক্ষিতে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি দেশে ওয়ালটনই প্রথম উচ্চ প্রযুক্তি সম্পন্ন লিফট উৎপাদন শুরু করে।” তিনি জানান, এরইমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ওয়ালটনের লিফট ব্যবহৃত হচ্ছে এবং প্রতিষ্ঠানটি মানসম্পন্ন সেবা প্রদান করছে।
তিনি আরও বলেন, স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতামূলক মানসম্পন্ন লিফট সরবরাহ করাই তাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তাহসান খানের যুক্ত হওয়া নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, এই লিফট ম্যানুফ্যাকচারিং প্রকল্পে ইতোমধ্যেই কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয়ে নির্মিত লিফট টেস্ট টাওয়ার প্রতি সেকেন্ডে ৪ মিটার গতি সম্পন্ন। বর্তমানে প্রতিষ্ঠানটি বছরে এক হাজারেরও বেশি ইউনিট লিফট তৈরি করতে সক্ষম এবং ইউরোপিয়ান মান বজায় রেখে সাশ্রয়ী দামে তা বাজারজাত করছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাহসান খান বলেন, “লিফটের মতো নতুন নতুন হাই-টেক পণ্য উৎপাদনে ওয়ালটন প্রতিনিয়ত ব্যাপক বিনিয়োগ করছে। যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে খুবই ইতিবাচক। ওয়ালটন পরিবারের এই অগ্রযাত্রায় যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
অন্যদিকে, ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ বলেন, “অনুর্ধ্ব-১৯ দলে থাকাকালীন থেকে সুদীর্ঘ ১০ বছর ধরে ওয়ালটন পরিবারের সঙ্গে আমার পথচলা। ওয়ালটন বাংলাদেশে বিশ্বমানের লিফট তৈরি করছে এটা শুধু ওয়ালটন পরিবারের একজন সদস্য হিসেবেই নয়; বাংলাদেশী হিসেবেও আমার কাছে অত্যন্ত গর্বের। তাহসান ভাইয়ের মাধ্যমে ওয়ালটন লিফট আরো সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।”
প্রসঙ্গত, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্লান্টে আন্তর্জাতিক মানের কাঁচামাল, উন্নত মোটর ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন ধরণের লিফট তৈরি হচ্ছে। বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির প্যাসেঞ্জার, কার্গো, হাইড্রোলিক কার, হোম, হাসপাতাল ও ক্যাপসুল লিফটসহ বিভিন্ন মডেলের লিফট পাওয়া যাচ্ছে, যা বাসা-বাড়ি, বিপণিবিতান, হাসপাতাল ও কারখানায় ব্যবহার হচ্ছে।