আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার কোটি টাকা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৪৬ পিএম, ৩১ আগস্ট ২০২৫

প্রবাসী আয় দেশে প্রবাহিত হওয়ার ধারা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২.২৩ বিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা)। তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, আগস্টের শেষ তিন দিনে (২৮-৩০ আগস্ট) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪২ মিলিয়ন ডলার। তুলনামূলকভাবে, গত বছরের একই সময়ে (আগস্ট ২০২৪) রেমিট্যান্স এসেছে ২.১৮ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে এসেছে মোট ৪.৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ে ৪.১০ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ১৪.৮ শতাংশ বৃদ্ধি।
জুলাই মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২.৪৮ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে।
অর্থনীতিবিদরা মনে করেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধিতে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং দেশের ডলারের সরবরাহেও ইতিবাচক প্রভাব পড়ছে।