১৩৭ কোটি টাকার কয়লা আত্মসাতের অভিযোগে ৪ মামলা


১৩৭ কোটি টাকার কয়লা আত্মসাতের অভিযোগে ৪ মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা ও চার ব্যবসায়ীর বিরুদ্ধে জাল জালিয়াতি ও মিথ্যা হিসাবপত্র তৈরি করে এলসির বিপরীতে কয়লা আমদানি ও খালাসের মাধ্যমে প্রায় ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মেসার্স আয়শা ট্রেডিংয়ের মালিক মোছা. ফাতেমা বেগম, মেসার্স তাহমিদ ট্রেডিংয়ের মালিক নাজমা খাতুন, মেসার্স এস এম কর্পোরেশনের মালিক মো. জাহাঙ্গীর আলম, মেসার্স এস রেজা এন্টারপ্রাইজের মালিক মো. শাহীন রেজা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ, যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জ খান মো. হাফিজুর রহমান।

যশোর সমন্বিত জেলা কার্যালয়ে রোববার (৩১ আগস্ট) এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

প্রথম মামলায় অভিযোগ আনা হয়েছে, আসামিরা ২০২৩ সালের ১১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২২ এপ্রিল পর্যন্ত জাল জালিয়াতি ও মিথ্যা হিসাবপত্র ব্যবহার করে ৫২ লাখ ৭৬ হাজার ৪৬৮ মার্কিন ডলার বা প্রায় ৬২ কোটি ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

দ্বিতীয় মামলায় ৩১ কোটি ৯১ লাখ ৫২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এতে অভিযুক্ত হলেন নাজমা খাতুন ও ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের ২ মে থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত তারা এলসির বিপরীতে মার্জিন না দিয়ে মোংলা বন্দর থেকে কয়লা আমদানি ও খালাস করলেও ব্যাংকের টাকা পরিশোধ করেননি।

তৃতীয় মামলায় ৩২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলার আসামিরা হলেন মো. জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান। ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত তারা এলসির বিপরীতে কোনো মার্জিন না দিয়ে কয়লা আমদানি ও খালাসের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন।

চতুর্থ মামলায় ১০ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আসামিরা হলেন মো. শাহীন রেজা ও ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান। ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তারা এলসির বিপরীতে মার্জিন না দিয়ে কয়লা আমদানি ও খালাস করে ৮ লাখ ৮৮ হাজার ৮৮০ মার্কিন ডলার বা প্রায় ১০ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ক/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×