বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর


বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর

বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার হ্যান্ডলিং বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ২০২৪ সালের তালিকায় এক ধাপ নিচে নেমে ৬৮তম হয়েছে। লন্ডনভিত্তিক শিপিং সংবাদমাধ্যম লয়েডস লিস্ট শনিবার রাতে এ তথ্য প্রকাশ করেছে।

তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই, দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর।

লয়েডস লিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে ২০২৪ সালে ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। তুলনায় ২০২৩ সালে কনটেইনার পরিবহন হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার, যা গত বছরের তুলনায় ৭.৩৭ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো এবং পানগাঁও নৌ টার্মিনাল মিলে এই কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। যদিও কনটেইনার পরিবহন বৃদ্ধি পেয়েছে, তারপরও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে চট্টগ্রাম পিছিয়ে গেছে।

গত বছরের লয়েডস তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৭তম। গত এক দশকে সর্বোচ্চ অবস্থান চট্টগ্রাম বন্দরের ২০১৯ সালে ৫৮তম ছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×