আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ডলার


আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে ঊর্ধ্বমুখী রেকর্ড দেখা গেছে। চলতি মাসের প্রথম ২৭ দিনে দেশে প্রায় ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর অর্থ প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “আগস্টের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এটি ছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। ফলে বছরব্যাপী রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ৫.৯ শতাংশ।”

তিনি আরও বলেন, “গত ২৭ আগস্ট একদিনে প্রবাসীরা দেশে ৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার, যা বছরের ব্যবধানে ১৭.৫০ শতাংশ বৃদ্ধি।”

গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ১৩ লাখ ডলার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×