রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০৯ পিএম, ২৭ আগস্ট ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, বুধবার (২৭ আগস্ট) দিনশেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এর আগে গত ২৪ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাব অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যয়যোগ্য রিজার্ভ হিসাব করলে এ পরিমাণ ইতোমধ্যেই ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রতি মাসে গড়ে সাড়ে ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরা হলে, বর্তমান রিজার্ভ দিয়ে সাড়ে তিন মাসের বেশি আমদানি খরচ নির্বাহ সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের অন্তত তিন মাসের আমদানি খরচ সমান রিজার্ভ থাকা প্রয়োজন।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে পরে আমদানি ব্যয় বৃদ্ধি, চলতি হিসাবের ঘাটতি, ডলারের বিপরীতে টাকার দরপতন এবং জ্বালানি ও আমদানির চাপের কারণে রিজার্ভে বড় ধস নামে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে।
রিজার্ভ সংকট মোকাবেলায় বাংলাদেশ ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়ে আবেদন করে।