আপত্তিকর ভিডিও সামনে আসার পর ছুটিতে বিএফআইইউ প্রধান


আপত্তিকর ভিডিও সামনে আসার পর ছুটিতে বিএফআইইউ প্রধান

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। একই সঙ্গে তার বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামকে ঘিরে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ভিডিওটি প্রকাশের পর থেকেই নানা মহলে সমালোচনা দেখা দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।”

সেদিন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে শাহীনুল ইসলামকে পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে কয়েকটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে হেয় করার জন্যই ওই ভিডিও ছড়ানো হয়েছে।

গত জানুয়ারিতে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান হিসেবে নিয়োগ পান শাহীনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালককে অর্থ মন্ত্রণালয় দুই বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×