আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ১৯ আগস্ট ২০২৫

পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্প ও কৃষি খাতের আমদানিতে নতুন শিথিলতা আনলো কেন্দ্রীয় ব্যাংক। এবার কাঁচামাল, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে বিলম্বিত মূল্য পরিশোধের সময়সীমা দ্বিগুণ করে ৩৬০ দিন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে এই সময়সীমা ১৮০ দিন ছিল। নতুন নিয়ম চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য থাকবে।
এ সিদ্ধান্তের ফলে চলমান ডলার সংকটের মধ্যে আমদানিকারকরা শিল্প ও কৃষি উপকরণের বিলম্বিত মূল্য পরিশোধের সুবিধা পাবেন। তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় এই সুযোগ প্রযোজ্য হবে না।
কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল বৈধ বৈদেশিক মুদ্রা ডিলারের প্রধান কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণ করেছে।