এবার এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনারের বদলি


এবার এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনারের বদলি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একযোগে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকার কর অঞ্চল-২০-এ বদলি হয়েছেন মো. হাফিজ আল আসাদ। কর অঞ্চল-১১, একাত্তর ভবনে দায়িত্ব পেয়েছেন শেখ শাহীন। কর অঞ্চল-নরসিংদীতে গেছেন মো. ছাইদুজ্জামান, আর কর অঞ্চল-৩১, ঢাকায় বদলি হয়েছেন মো. মিজানুর রহমান। কর অঞ্চল-০১, গাজীপুরে পদায়ন পেয়েছেন মো. নাজিদুর রসুল।

এছাড়া, কর অঞ্চল-০২, সিলেটে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, কর অঞ্চল-৩২, চট্টগ্রামে বদলি হয়েছেন মো. আনোয়ারুল ইসলাম, কর অঞ্চল-গাজীপুরে দায়িত্ব পেয়েছেন মিয়া মোহাম্মদ মামুন এবং কর অঞ্চল-নারায়ণগঞ্জে মোহাম্মদ আব্দুল্লাহ। কর অঞ্চল-রাজশাহীতে দায়িত্ব পেয়েছেন মো. নাসিরুজ্জামান এবং কর অঞ্চল-যশোরে মো. আব্দুস সালাম।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা, ময়মনসিংহ, গাজীপুর, রংপুর, কুমিল্লা, যশোর ও রাজশাহীর বিভিন্ন কর অঞ্চলে মোট ৪১ জন কর্মকর্তা বদলি বা পদায়ন হয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চট্টগ্রামের কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-২ কে অতিরিক্তভাবে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এর দায়িত্বও দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হোসেন সই করা প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×