কাঁচামাল আমদানির মূল্য পরিশোধে সময়সীমা বাড়লো কেন্দ্রীয় ব‌্যাংক


কাঁচামাল আমদানির মূল্য পরিশোধে সময়সীমা বাড়লো কেন্দ্রীয় ব‌্যাংক

দেশে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির বিল পরিশোধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব খাতে আমদানির মূল্য সর্বোচ্চ ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। নতুন এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত শিল্পোদ্যোক্তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়, এর আগে ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানিতে সাপ্লায়ার্স অ্যান্ড বায়ার্স ক্রেডিটের আওতায় বিল পরিশোধের সর্বোচ্চ সময় ছিল ১৮০ দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এতে ব্যবসায়ীরা ডলার সংকটের মধ্যে চাপমুক্ত হবেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

শিল্পোদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি ছিল এ সময়সীমা বৃদ্ধির। এ বছরের ২০ জানুয়ারি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছে পাঠানো চিঠিতে কাঁচামাল আমদানির বিল ডিসেম্বর পর্যন্ত পরিশোধের সুযোগ রাখার আহ্বান জানিয়েছিল।

বিটিএমএর তথ্য অনুযায়ী, সংগঠনটির সদস্য সংখ্যা এক হাজার ৮৫০ এবং এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ থেকে ৮৬ শতাংশ আসে টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে, যার মধ্যে টেক্সটাইল খাতের অবদান প্রায় ৭০ শতাংশ। ফলে এ খাতকে আমদানি-নির্ভর শিল্প হিসেবে বিবেচনা করা হয়।

সংগঠনটি জানায়, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সংকটের পাশাপাশি ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টেক্সটাইল মিলগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ কারণেই মেয়াদ বৃদ্ধির দাবি তুলেছিল তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×