পাম অয়েলের দাম লিটারে ৫ টাকা বেশি বিক্রি, কমিশনের সতর্কতা


পাম অয়েলের দাম লিটারে ৫ টাকা বেশি বিক্রি, কমিশনের সতর্কতা

সরকার ৩ আগস্ট থেকে পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করলেও বাজারে তা কার্যকর হচ্ছে কিনা তা যাচাই করতে আজ (সোমবার) কারওয়ান বাজারে সরজমিন পরিদর্শন করেছে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন।

পরিদর্শনে দেখা গেছে, প্রতিকেজি পাম অয়েল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। পরিমাপক একক পরিবর্তন করে হিসাব করলে লিটারে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে।

এই বিষয়টি নজরে রেখে কমিশন আজই বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার নির্ধারিত দাম বজায় রাখতে খোলা ভোজ্যতেল বাজারজাতকরণের ক্ষেত্রে কেজির পরিবর্তে লিটারের ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া খোলা পাম অয়েল নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে ৫ টাকা বেশি বিক্রি হওয়া প্রতিরোধ করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কমিশন সুপারিশ করেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদার করবে। একই সঙ্গে মিলগেট, পাইকারী ও খুচরা পর্যায়ের বিক্রির উপর নজরদারি আরও শক্তিশালী করতে বলা হয়েছে, যাতে নির্ধারিত মূল্য বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×