এনবিআরের ২ অতিরিক্ত কমিশনারসহ ৪ কাস্টমস কর্মকর্তা বরখাস্ত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১৫ পিএম, ১৮ আগস্ট ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন অতিরিক্ত কমিশনার রয়েছেন। এই তথ্য সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে।
বরখাস্তের আদেশে বলা হয়েছে, এনবিআরের কর্মকর্তারা সম্প্রতি চলা সংস্কার আন্দোলনের কর্মসূচি এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টির ঘটনায় দায়ী।
সাময়িক বরখাস্তকৃতরা হলেন:
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু,
মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আ'লা মোহাম্মদ আমীমুল ইহসান খান,
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির যুগ্ম কমিশনার মো. সানোয়ারুল কবির,
খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার মো. সাইদুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১২ মে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তারা দাপ্তরিক কাজ বাধাগ্রস্ত করেছেন এবং রাজস্ব ভবনে কর্মচারীদের উপস্থিতি জোরপূর্বক প্ররোচিত করেছেন। সরকারের চাকরি আইন, ২০১৮-এর ধারা-৩৯(১) অনুযায়ী, এই আচরণের কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তারা খোরপোশ ভাতা পাবেন এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
এর আগে একই ধরনের অভিযোগে এনবিআরের আয়কর ও কাস্টমস বিভাগের ২০-এর অধিক কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।