আগস্টের প্রথম ১৬ দিনে প্রবাসী রেমিট্যান্স ১২৬ কোটি ডলার ছাড়ালো
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪৯ পিএম, ১৭ আগস্ট ২০২৫

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি মার্কিন ডলার (১.২৬ বিলিয়ন), যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকায়)।
রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংক সূত্রের দাবি, মাসের বাকি দিনগুলোতেও এই প্রবাহ অব্যাহত থাকলে আগস্টের শেষে রেমিট্যান্স প্রায় আড়াই বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরিত এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধ, সরকারি প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে এই ধারাবাহিকতা নিশ্চিত হয়েছে।
সবশেষ জুলাই মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।
এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ দেখা গেছে। হালনাগাদ তথ্যমতে, এ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ডলারের জোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।