বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি


বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি

বিশ্ববাজারে বিভিন্ন ধরনের ভোজ্যতেলের দাম বেড়েছে। দাম বেড়েছে সয়াবিন বীজ, পাম তেল এবং সূর্যমুখী তেলের। এর সঙ্গে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম আরও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে ক্যানোলা তেলের দাম কমেছে।

ট্রেড ইকোনোমিকসের তথ্য অনুযায়ী, শনিবার (১৬ আগস্ট) সকালে প্রতি বুশেল সয়াবিন বীজের দাম ছিল ১,০২২.৭৫ ডলার, যা মাসের ব্যবধানে প্রায় ১ শতাংশ বেশি। পাম তেলের দামও মাস ব্যবধানে প্রায় ৭ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১,০৭২.১৬ ডলার। সূর্যমুখী তেলের দাম প্রতি টনে ৮২ ডলার, যা সপ্তাহের ব্যবধানে ২.৩৬ শতাংশ এবং মাসের ব্যবধানে ৫.৮৭ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, ক্যানোলা তেলের দাম কমেছে। পূর্বাভাস বলছে, এই তেলের দাম নিম্নমুখী থাকতে পারে। সর্বশেষ হিসাবে, ক্যানোলার দাম মাসের ব্যবধানে ২.৩১ শতাংশ কমে প্রতি টন ৪৭৭.৫৯ ডলারে নেমে এসেছে।

এদিকে, জ্বালানি তেলের দামও বিশ্ববাজারে বেড়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দাম প্রায় ২ শতাংশ বাড়িয়ে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে দুটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে—আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে চলমান উত্তেজনা।

ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৬৬.৮৪ ডলারে পৌঁছেছে, যা ১.২১ ডলার বা ১.৮ শতাংশ বৃদ্ধি। অপরদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ৬৩.৯৬ ডলারে লেনদেন শেষ করেছে, যা ১.৩১ ডলার বা ২.১ শতাংশ বেশি।

 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×