জুলাইয়ে রেমিট্যান্সে এসেছে ৩০ হাজার কোটি টাকা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩১ পিএম, ০৩ আগস্ট ২০২৫
নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসীরা দিয়েছেন অর্থনীতিতে বড় স্বস্তি। জুলাই মাসে তারা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যার অর্থমূল্য প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
রোববার, ৩ আগস্ট, বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাইয়ের তুলনায় এবারের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের ওই সময়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার।
গত বছরের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাকের কারণে প্রবাসীদের অনেকেই রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির পর ধীরে ধীরে বাড়তে থাকে প্রবাসী আয়ের গতি।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই অর্থ পুরোটাই এসেছে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, যা সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। কর্মকর্তাদের মতে, “হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, ২.৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন এ ধারা বজায় রাখতে সহায়ক হয়েছে।”
এর আগের মাস, জুনেও প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮২ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
সম্প্রতি সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, পুরো অর্থবছরে দেশে এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। আগের বছর প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
এক অর্থবছরে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ডলারের সরবরাহে স্বস্তি এনে দিয়েছে।