ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৫০


ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের ধরণের বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে। নিহত মো. নাসির উদ্দিন (৬৫) ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষটি প্রায় দুই ঘণ্টা ধরে চলেছিল। এতে অংশ নেওয়া অনেকেই মাথায় হেলমেট, শরীরে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরেছিলেন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে ব্যবসায়ী সাচ্চু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবার সকাল ৬টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সাচ্চু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন। আহতের সংখ্যা অন্তত ৫০ জন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।” তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×