৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ সব পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৪ পিএম, ০৩ আগস্ট ২০২৫
আগামী ৫ আগস্ট পালিত হতে যাওয়া ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-কে কেন্দ্র করে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রতি সম্মান জানানো এবং ওই দিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিজিএমইএর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিজিএমইএ জানিয়েছে, পোশাক শিল্প আইনত ৫ আগস্টের ছুটি পালন করতে বাধ্য নয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী, নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে অতিরিক্ত কোনো ছুটি বাধ্যতামূলক নয়।
তবুও, শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংগঠনটি তার সদস্য কারখানাগুলোকে ৫ আগস্ট দিনটিকে সাধারণ ছুটি হিসেবে পালনের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, ৫ আগস্ট দেশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদদের স্মরণে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। পোশাক খাতের অন্যতম নিয়ামক বিজিএমইএর এই ছুটির সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা একটি ইতিবাচক সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখছেন।