২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফায় ৪৫% প্রবৃদ্ধি


২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফায় ৪৫% প্রবৃদ্ধি

চলতি বছরের প্রথম ছয় মাসে শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে প্রতিষ্ঠানটি কর-পরবর্তী একত্রিত নিট মুনাফা অর্জন করেছে ১০৮ দশমিক ৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। ব্যবসায় বহুমুখীকরণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন করে দেশের এনবিএফআই খাতে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে আইডিএলসি।

২০২৫ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ আর্থিক সূচকসমূহ—

• একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফা: ১০৮ দশমিক ৮ কোটি টাকা (২০২৪ সালের প্রথমার্ধের তুলনায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি) • গ্রুপের শেয়ারপ্রতি আয় (ইপিএস): ২ দশমিক ৪৯ টাকা (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১ দশমিক ৭২ টাকা) • গ্রুপের বাৎসরিক রিটার্ন অন ইকুইটি (আরওই): ১০ দশমিক ৭২ শতাংশ (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ) • গ্রুপের বাৎসরিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১ দশমিক ৪০ শতাংশ (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ১ দশমিক ০১ শতাংশ) • গ্রাহকের আমানত: ৯ হাজার ৭৫১ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি) • গ্রুপের লোন পোর্টফোলিও: ১১ হাজার ৯২৬ কোটি টাকা (২০২৪ সালের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি) • মন্দ ঋণের (এনপিএল) হার: ৪.৫৮ শতাংশ (২০২৪ সালের প্রথমার্ধে যা ছিল ৪ দশমিক ৭১ শতাংশ) • প্রভিশন কভারেজ অনুপাত: ১০৫ দশমিক ৪০ শতাংশ

প্রতিষ্ঠানটির ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে এককভাবে নিট মুনাফা দাঁড়ায় ৫৭ দশমিক ৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এই ধারাবাহিক উন্নতির পেছনে কৌশলগত পোর্টফোলিও ব্যবস্থাপনা, আমানত সংগ্রহে দক্ষতা এবং সম্পদের গুণগত মান ধরে রাখার প্রচেষ্টাকে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

৩১ জুলাই ২০২৫, ঢাকার গুলশানে অবস্থিত করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত হয় আইডিএলসির ৩৫৪তম পরিচালনা পর্ষদ সভা। এই বৈঠকে ২০২৫ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রতিষ্ঠানটির এ অগ্রগতি নিয়ে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম জামাল উদ্দিন বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ কিছুটা অনিশ্চিত থাকলেও আমরা আমাদের কার্যদক্ষতা বৃদ্ধি এবং আর্থিক সম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ধরে রাখতে সফল হয়েছি। আগামীতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের মাধ্যমে দেশের আর্থিক খাতে নিজেদের প্রভাব আরও গভীরতর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আইডিএলসি।

এই ফলাফল আইডিএলসির আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দেয়, যা প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আরও শক্ত অবস্থানে রাখছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×