সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৩০১ কোটি টাকা


সিটি ব্যাংকের মুনাফা বেড়ে ৩০১ কোটি টাকা

সিটি ব্যাংক ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিনিয়োগকারী, শেয়ার বাজার বিশ্লেষক এবং গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে আয়োজিত এই সেশনটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন ২০২৫ সময়কালে ব্যাংকটির একত্রিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.২৩ টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ১.৮৫ টাকা। একই সময়ে কর পরবর্তী সম্মিলিত মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) বেড়ে দাঁড়িয়েছে ৩০১.১১ কোটি টাকা, যা ২০২৪ সালের প্রথম ছয় মাসে ছিল ২৪৯.৫১ কোটি টাকা।

অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. মাহবুবুর রহমান বিস্তারিতভাবে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ব্যাংকের সামগ্রিক আর্থিক অবস্থা ও ভবিষ্যতের কৌশলগত দিকনির্দেশনা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। এ সময় তিনি ব্যাংকের চলমান কৌশল, বাজারে অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথাও তুলে ধরেন।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান এ কে এম সায়েফ উল্লাহ কাউসার এবং ক্রেডিট রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্যানেল সদস্যরা তাৎক্ষণিকভাবে উত্তর দেন।

প্রতিবছরই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সিটি ব্যাংকের ক্রমাগত অগ্রগতি দৃষ্টিগোচর হচ্ছে। এবারের আয়োজনও ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×