রেমিট্যান্সে উর্ধ্বগতি, ২৯ দিনে এসেছে ২২৭ কোটি ডলার


রেমিট্যান্সে উর্ধ্বগতি, ২৯ দিনে এসেছে ২২৭ কোটি ডলার

চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চাঙা হয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাই মাসের ২৯ দিনে দেশে এসেছে মোট ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিনের গড় হিসেবে এ সময়কালে এসেছে প্রায় ৭ কোটি ৮৫ লাখ ডলার করে।

বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, ‘চলতি জুলাইয়েরে প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।’

তথ্য অনুযায়ী, শুধু ২৯ জুলাই একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৮ কোটি ৯০ লাখ ডলার, যা দৈনিক হিসেবে একটি উল্লেখযোগ্য অঙ্ক।

এ ছাড়া সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×