২৯৭ কোটি টাকার দুর্নীতি মামলায় বারকাতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ


২৯৭ কোটি টাকার দুর্নীতি মামলায় বারকাতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ

জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে রোববার (২৭ জুলাই) জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুপুরে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়ে আসে।

এর আগে, গত ২৩ জুলাই আবুল বারকাতকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ ছিল রিমান্ডের প্রথম দিন।

অধ্যাপক বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে দুদক একটি মামলা করে। অভিযোগে বলা হয়, ‘অ্যাননটেক্স’ নামে একটি ব্যবসায়িক গ্রুপের ২২টি প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক থেকে প্রায় ২৯৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়। টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে। এ ঘটনায় গত ১০ জুলাই বারকাতকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আবুল বারকাত। তার সময়েই ব্যাংকটি অ্যাননটেক্স গ্রুপকে প্রায় ৩,৫০০ কোটি টাকার ঋণ দেয়।

উল্লেখ্য, ২০১২ সালে দুদক এ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করলেও ২০২২ সালে তা বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলাটি পুনরায় খতিয়ে দেখে তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়।

বর্তমানে আবুল বারকাতের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে দুদক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×