জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স ১৯৩ কোটি ডলার, বাড়ছে প্রবাসী আয়ের গতি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৩৬ পিএম, ২৭ জুলাই ২০২৫
চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে বৈদেশিক আয় হিসেবে দেশে রেমিট্যান্স এসেছে ১.৯৩ বিলিয়ন বা ১৯৩ কোটি মার্কিন ডলার। টাকায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, জুলাই মাসের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের অঙ্ক ২৩০ কোটি ডলার ছাড়াতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের পাঠানো এ অর্থ পুরোপুরি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনেছে। হুন্ডি বন্ধে সরকারের নেওয়া নানা পদক্ষেপ, রেমিট্যান্সে প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতিই এই অগ্রগতির প্রধান কারণ বলে মনে করছেন তারা।