আয় বাড়ানোর পরিকল্পনায় আরও তিনটি নতুন জাহাজ কিনছে সরকার


আয় বাড়ানোর পরিকল্পনায় আরও তিনটি নতুন জাহাজ কিনছে সরকার

বাংলাদেশ সরকার নৌ পরিবহন খাতের আয় বৃদ্ধির জন্য শিপিং করপোরেশনের বহরে তিনটি নতুন জাহাজ যোগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

২৬ জুলাই শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, "সরকার শিপিং খাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর অংশ হিসেবে আরও তিনটি জাহাজ কেনা হবে।"

শিপ ব্রেকিং শিল্পের বর্তমান অবস্থার প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক হংকং কনভেনশনের নির্দেশনা অনুসরণ করার ফলে চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ‘গ্রিন শিপইয়ার্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিছু ইয়ার্ড এখনও এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তবে যারা এখনো সনদ অর্জন করতে পারেনি তাদের ব্যবসা বন্ধ করতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আরও বলেন, "এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পিছিয়ে আছে। সরকার নিয়ম মানতে উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা করবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×