ব্যাংকের ৮০ শতাংশ টাকা নিয়ে গেছে, বললেন অর্থ উপদেষ্টা


ব্যাংকের ৮০ শতাংশ টাকা নিয়ে গেছে, বললেন অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ব্যাংক খাতের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, খাতটি থেকে ৮০ শতাংশ অর্থ তুলে নেওয়া হয়েছে—যার পুনর্গঠনে প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ সহায়তা।

দেশে বর্তমানে কোনো শক্তিশালী প্রতিষ্ঠান টিকে নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের ব্যাংক খাত থেকে ৮০ শতাংশ অর্থ তুলে নেওয়া হয়েছে, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, এই খাতকে পুনরায় গুছিয়ে তুলতে প্রয়োজন পড়বে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, “আইনের লঙ্ঘন তো ঘটেছেই, সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে কার্যপ্রক্রিয়াগুলোকেও।”

শনিবার, ২৬ জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের গ্রন্থ ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন বলেন, “মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।”

তিনি আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি কতটা কঠিন, তা বুঝিয়ে দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী, সংসদ সদস্য—তাদের ক্ষমতার ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নেই। এখানে সংস্কার না হলে যত সংস্কারই করা হোক, কোনো লাভ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার।”

সরকারের আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত বছরের আগস্টে যখন এই সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে এ রকম অবস্থা বিশ্বে কোথাও নেই। অর্থনৈতিক বিপর্যয় হয়েছে। ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আইএমএফ বলেছে, বাংলাদেশের ব্যাংক খাতের পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার লাগবে। যদিও আইএমএফ প্রাথমিক হিসেবে বলেছিল ১৮ বিলিয়ন ডলার লাগবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির লেখক হোসেন জিল্লুর রহমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×