ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ নিয়ে আইনি নোটিশ, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ


February 4 2025/bechelor dw.webp

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের কিছু পর্ব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি নাটকটির নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের বিরুদ্ধে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় এবং নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম) নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, অভিনয়শিল্পী মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস-এর বিরুদ্ধে এই নোটিশ পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

নোটিশে উল্লেখ করা হয়, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর প্রথম আটটি পর্বে এমন অনেক সংলাপ রয়েছে, যা অশ্লীল, দ্ব্যর্থবোধক এবং কিশোর-তরুণদের মাঝে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। বিশেষ করে নাটকের সংলাপে ব্যবহৃত ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি শব্দ ও বাক্যাংশ সামাজিক শালীনতার পরিপন্থী এবং নারীদের প্রতি অবমাননাকর বলেও অভিযোগ করা হয়েছে।

আইনজীবীর দাবি, নির্মাতা নিজেই এক সাক্ষাৎকারে নাটকটি সকল বয়সী দর্শকদের জন্য উপযোগী বললেও বাস্তবে এর ভাষা ও উপস্থাপন একেবারেই পারিবারিক কিংবা নৈতিক মূল্যবোধসম্মত নয়। এতে ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক রুচিতে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এবং ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’-এর আলোকে, এমন কনটেন্ট শিশু-কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর এবং এটি একটি গুরুতর আইন লঙ্ঘন। নাটকের আপত্তিকর অংশগুলো ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে, যা কিশোরদের কথাবার্তা ও আচরণে প্রভাব ফেলছে।

নোটিশে বলা হয়েছে, সাত কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত দৃশ্য ও সংলাপ অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে হবে। তা না হলে নাটকের নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×