মার্কিন ৩৫% শুল্কে রপ্তানি খাত চরম ঝুঁকিতে পড়বে: রুবানা হক


February 4 2025/Rubana.jpg

বাংলাদেশের তৈরি পোশাক খাত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক।

তিনি বলেন, ‘যদি ভিয়েতনাম মাত্র ২০ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে পারে, অথচ বাংলাদেশকে ৩৫ শতাংশ শুল্ক গুনতে হয়, তাহলে এটি হবে সম্পূর্ণরূপে এক অসম প্রতিযোগিতা। তাছাড়া পূর্ববর্তী ১৬ শতাংশ শুল্কের ধাক্কা যুক্ত হলে পুরো শিল্প খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।’

রুবানা হক আরও অভিযোগ করেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী ধরনের আলোচনা চলছে, তা পোশাক শিল্প সংশ্লিষ্টদের জানানো হয়নি। অথচ এটি দেশের প্রধান রপ্তানি খাতের ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু।

তবে তিনি কিছুটা আশাবাদী হয়ে বলেন, ‘আগস্ট মাস পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আশা করছি, এই সময়ের মধ্যে আলোচনা করে যুক্তরাষ্ট্রকে শুল্কহার পুনর্বিবেচনা করতে রাজি করানো যাবে। শুনেছি, সরকারের নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্র সফরে আছেন বা শিগগিরই যাচ্ছেন। সুতরাং আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

প্রসঙ্গত, তিন মাস ধরে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সোমবার এসব দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে একটি চিঠি পাঠান তিনি, যা তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করেন। এ ঘোষণার ফলে বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×