ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি হলেন আদিল চৌধুরী
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫০ পিএম, ০৭ জুলাই ২০২৫

ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার আদিল চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি সোমবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও এমডি হিসেবে দায়িত্ব পালন শেষে ন্যাশনাল ব্যাংকে যোগ দিয়েছেন আদিল চৌধুরী। তার নেতৃত্বে ব্যাংক এশিয়া রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে এবং ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে। তিনি পরিচালন দক্ষতা বৃদ্ধি, কর্পোরেট সুশাসন শক্তিশালীকরণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখেন, যার ফলস্বরূপ ২০২২ সালের শেষ নাগাদ ব্যাংকটি দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে পরিণত হয়।
২০২০ সালে ব্যাংক এশিয়ায় উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে আদিল চৌধুরী আন্তর্জাতিক পরিসরে ১৫ বছরেরও বেশি সময় নেতৃত্বের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি হংকং ও সিঙ্গাপুরে ‘দ্য ব্যাংক অব নোভা স্কটিয়া’র পরিচালক পদে কর্মরত ছিলেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকি করেন।
এর আগে আদিল চৌধুরী ঢাকায় ‘ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ’, ‘আমেরিকান এক্সপ্রেস ব্যাংক’ এবং পরে ‘স্কটিয়া ব্যাংক’-এর ঢাকা শাখায় দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকটির ট্রেজারি বিভাগ প্রতিষ্ঠা করেন।
ঢাকাওয়াচ/এমএস