৩ লাখ ৬৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: এনবিআর চেয়ারম্যান


saurav/NBR-Rahman.jpg
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, অর্থবছর শেষে রাজস্ব আদায়ের নির্দিষ্ট অঙ্কে কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ হিসাব চূড়ান্ত করতে এক-দুই সপ্তাহ সময় লেগে যায়। তবে নতুন অর্থবছরে রাজস্ব আদায়ের গতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এনবিআর প্রধান।

পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে জানিয়ে আব্দুর রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল ও মংলাসহ দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কাজ চলছে স্বাভাবিক গতিতে। কর্মকর্তাদের সঠিকভাবে এবং দ্রুততার সঙ্গে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।

তিনি আরও বলেন, রাজস্ব বিভাগের কার্যক্রম যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ যদি রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তা পরিহার করতে হবে। রাজস্ব আদায় ও কাস্টমস কার্যক্রম চালু রাখা গুরুত্বপূর্ণ, কে দায়িত্ব পালন করছে সেটা মুখ্য নয়।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×