দীপা খন্দকারের প্রশ্ন

বাংলাদেশে কি শাকিব খানের নায়িকা নেই? নায়িকা বিতর্কে উত্তাল সোস্যাল মিডিয়া


February 4 2025/sakib-khan  dw.jpg

বাংলা সিনেমায় ঈদ মানেই শাকিব খানের উপস্থিতি যেন অবধারিত হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদেও নতুন চমক নিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। তার নতুন ছবির নাম নির্ধারিত হয়েছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, যার ট্যাগলাইন ‘আমি কালা’।

নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে গড়ে ওঠা কাহিনি নিয়ে নির্মিত এই ছবিটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। সিনেমাটি পরিচালনা করছেন ছোট পর্দার খ্যাতনামা নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি এবারই প্রথম সিনেমা নির্মাণে নাম লেখাচ্ছেন।

তবে সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্র নিয়ে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। খবর রটে, এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিনেত্রী দীপা খন্দকার এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি না হয়, তাহলে আমাদের দেশে কি একজনও লিড রোলে অভিনয়ের যোগ্য নায়িকা নেই?

তার এই মন্তব্য ঘিরে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করলেও অনেকে মত দিয়েছেন ভিন্নভাবে। এমডি সুজন মল্লিক নামে একজন মন্তব্য করেন, ‘শিল্পীর কোনো সীমান্ত থাকে না। অনেক ক্ষেত্রেই কলকাতার অভিনেত্রীরা এগিয়ে থাকেন।’ তিনি রাজ্জাকসহ অনেক গুণী শিল্পীর উদাহরণও টানেন, যারা দুই বাংলাতেই কাজ করেছেন।

এদিকে, ছবির পরিচালক ও শাকিব খান দুজনেই নিশ্চিত করেছেন, তারা ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। তবে সিনেমার নায়িকা এবং শিরোনাম এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×