লিথিয়াম ব্যাটারির প্রকল্প করবে ওয়ালটন


লিথিয়াম ব্যাটারির প্রকল্প করবে ওয়ালটন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি উন্নতমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত প্রকল্পের উদ্দেশ্য লিথিয়াম ব্যাটারির জন্য আমদানি নির্ভরতা কমিয়ে বাজারে দেশের স্থানীয়ভাবে উৎপাদিত ও সাশ্রয়ী মূল্যের উন্নতমানের লিথিয়াম ব্যাটারি সরবরাহ করা।

আলোচিত প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৬৬ লাখ টাকা। আগামী বছরের মাঝামাঝি এই প্রকল্প বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবে বলে কোম্পানিটি আশা করছে। প্রকল্পটির বার্ষিক পণ্য বিক্রির পরিমাণ দাঁড়াতে পারে ১৪৪ কোটি ৯৮ লাখ টাকা।

এছাড়াও রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটি ৬৯৬ কোটি টাকা নীট মুনাফা করেছে। আলোচিত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×