চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল বিজনেস হাব উদ্বোধন


চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল বিজনেস হাব উদ্বোধন

গ্রাহকদের রিটেইল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রাম সিটির জামালখান শাখায় রিটেইল বিজনেস হাব চালু করেছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। 

রিটেইল গ্রাহকরা হোম, সেমি পাকা, কার, পার্সোনাল বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা এ বিজনেস হাব থেকে পাবেন। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজনেস হাবের উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। 

চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ, মো. শোয়েব ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, রফিকুল ইসলাম ও জোনের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×