আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় উপেক্ষিত এফবিসিসিআই, ব্যবসায়ীদের ক্ষোভ


আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় উপেক্ষিত এফবিসিসিআই, ব্যবসায়ীদের ক্ষোভ
বুধবার (পহেলা জানুয়ারি ২০২৫) পূবার্চলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯ তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন। বিগত বছরগুলোতে এফবিসিসিআই এর সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং বক্তব্য প্রদান করেন। এবার এফবিসিসিআই প্রশাসক ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে হাফিজুর রহমান উপস্থিত থাকার পরেও বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হয়নি।
 
বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ(এফবিসিসিআই) এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয় এফবিসিসিআই সর্বোচ্চ বাণিজ্য সংগঠন হিসাবে দেশের ৪ কোটি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে। এ ধরণের আচারণ ব্যবসায়ীদের সংক্ষুদ্ধ এবং অপমানিত করেছে।

বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আরো ইতিবাচক ভূমিকা আশা করেন।
উপরোক্ত বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য দাবী জানিয়েছেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×