আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির এজিএম ও নির্বাচন সম্পন্ন


December 2024/ICAB.png

দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আইসিএবি-সিআরসির কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সভায় তৃষিত চৌধুরী চেয়ারম্যান ও নাজনিন সুলতানা পুনঃ সেক্রেটারি এবং মো. আবুল কাশেম, মোহাম্মদ আরিফ ও মো. মনিরুজ্জামান সদস্য নির্বাচিত হয়েছেন। 

তৃষিত চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর মের্সাস দাশ চৌধুরী দত্ত এন্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস থেকে সিএ কোর্স শেষ করেন ও উত্তীর্ণ হন। ইতিমধ্যে তিনি বিভিন্ন সিএ ফার্ম ও দেশী বিদেশী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন  করেন। বর্তমানে তিনি মের্সাস দাশ চৌধুরী দত্ত এন্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টসের সিনিয়র কনস্যালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মসূত্রে তিনি জাপান, সিঙ্গাপুর, চীন, হংকং, থাইল্যান্ড ও ভারতসহ অন্যান্য দেশ ভ্রমণ করেন। তিনি বিভিন্ন সংগঠন তথা বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন, হিসাব বিজ্ঞান সমিতি, চট্টগ্রাম কর আইনজীবি সমিতি, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম বোট ক্লাব ও গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারের দাতা ও আজীবন সদস্য।
 
অন্য দিকে, নাজনিন সুলতানা আইসিএবির একজন ফেলো সদস্য। তিনি কেপিএমজি রহমান রহমান হক থেকে সিএ আর্টিকেলশীপ সম্পন্ন করে এবং ২০১২ সালে সিএ পাস করেন। তিনি স্নাতকে মেধা তালিকায় নবম স্থান অধিকার করেন। তিনি একজন কর আইনজীবী ও চট্টগ্রাম ট্যাক্সেসবার এসোসিয়েশনের মেম্বার। তিনি মিরসরাই এডুকেশন সোস্যাইটির একজন উপদেষ্টা। নাজনিন সুলতানা চট্টগ্রাম সঙ্গীত পরিষদের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি এশিয়ান ওমেন ইউনিভার্সিটির ফাইন্যান্স এন্ড হিউম্যান রিসোর্সের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, নাজনিন সুলতানা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম সারির এনজিও এবং বিভিন্ন কোম্পানিতে ১৫ বছরের বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×