স্ট্যান্ডার্ড ব্যাংকে শরিয়াহ অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত


স্ট্যান্ডার্ড ব্যাংকে শরিয়াহ অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত

ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৩৮টি শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস এবং ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে ভার্চুয়াল প্লাটফর্ম জুম-এ ‘শরি‘আহ অ্যাওয়ারনেস কর্মসূচি’ আয়োজন করেছে শরিয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।

বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক এবং উন্মুক্ত আলোচনা পর্বের মডারেটর ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ব্যাংকের এসএভিপি ও শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান কে. এম. রহমাতুল্লাহ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×