নির্বাচনে ডিসি-এসপিদের পদায়ন নিয়ে সিদ্ধান্ত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করে বলেছেন, নির্বাচন বানচালের জন্য “বড় শক্তি নিয়ে” চেষ্টা হতে পারে—তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ঘিরে ছোটখাটো নয়, বড় পরিসরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। সেই অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরও জানান, মাঠ প্রশাসনে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন—বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওসহ বিচারিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ যদি গত তিনটি নির্বাচনী কাজে যুক্ত থাকেন, তাহলে তাদের এবার দায়িত্বে রাখা হবে না।
প্রেস সচিবের ভাষায়, “যেসব কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, শারীরিকভাবে অনুপযুক্ত, কিংবা গণমাধ্যমে অনিয়মের অভিযোগ উঠেছে—তাদের পদায়ন করা হবে না।”
তিনি আরও জানান, সবচেয়ে যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব দেওয়া হবে। তবে কেউ নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় দায়িত্ব পাবেন না। তাদের আত্মীয়স্বজন যদি নির্বাচনে প্রার্থী হন, সেটিও বিবেচনায় রাখা হবে। এসব পদায়নের প্রক্রিয়া শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টাও জানান, একই নিয়মে পুলিশের পদায়ন ও প্রস্তুতির কাজ চলছে। ৬৪ জেলার এসপিদের তালিকাও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।