সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর


সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তারা দেশের কোন কারাগারে থাকবেন, সেটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ বা সরকার, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার, ২২ অক্টোবর সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী আসামিদের কাস্টডিতে পাঠানো হয়েছে, যার মানে হচ্ছে; তারা এখন কারা কর্তৃপক্ষের হেফাজতে।

তিনি বলেন, "তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন, না অন্য কোথাও রাখবেন৷ এটা যথাযথ কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের।"

চিফ প্রসিকিউটর আরও ব্যাখ্যা করে বলেন, আদালতের কাজ আসামিদের হেফাজতে পাঠানো পর্যন্তই সীমাবদ্ধ। এর পর তাদের নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করার দায়িত্ব পড়ে রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর, বিশেষ করে কারা অধিদপ্তরের হাতে।

তিনি বলেন, "কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন, এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×