এস আলমের ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৫ পিএম, ২০ অক্টোবর ২০২৫

বিতর্কিত শিল্পপতি সাইফুল ইসলাম ও তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের শেয়ার হস্তান্তর ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার সংশ্লিষ্ট ১০৫টি প্রতিষ্ঠানের মোট ৫১৩ কোটি ১৮ লাখের বেশি শেয়ার জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত, যার বাজারমূল্য প্রায় ৮ হাজার ৪ কোটি টাকা।
সোমবার, ২০ অক্টোবর, ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ নির্দেশনা আসে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। আবেদনটি করেন সংস্থার উপ-পরিচালক তাহসিন মুনাবিল হক।
আদালতে দেওয়া দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কোম্পানি ও ফার্মগুলোর দাখিলকৃত তথ্যে দেখা গেছে, তারা অর্জিত শেয়ার হস্তান্তর কিংবা বেহাত করার উদ্যোগ নিচ্ছে। এই শেয়ারগুলো তদন্ত নিষ্পত্তির আগে অন্যত্র চলে গেলে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে বলে দুদকের আশঙ্কা।
তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ ধারা অনুসারে এসব শেয়ার অবরুদ্ধ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।