ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ


ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

একটি ভিডিওতে কুরআন সম্পর্কিত বক্তব্য ঘিরে বিতর্কের মুখে পড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর ফয়জুল করিমের ঠিকানায় একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশটি পাঠানো হয়েছে দৈনিক আল ইহসান-এর রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে এবং তা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, ৬ অক্টোবর ২০২৫ তারিখে ইউটিউব চ্যানেল ‘চরমোনাই দর্পণ’-এ প্রকাশিত একটি ভিডিওতে ফয়জুল করিম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারেন এমন মন্তব্য করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়: “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”

এই বক্তব্যগুলোকে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি হিসেবে আখ্যা দিয়ে নোটিশে বলা হয়েছে, এমন মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আহত করে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থার নির্দেশনা বহন করে, এবং তার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয়া সংবিধান ও দেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ফয়জুল করিমকে দেওয়া নোটিশে বলা হয়, এই বক্তব্যের জন্য তাঁকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ব্যাখ্যা দিয়ে মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×