দেশ আগামী ৩ মাসে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে: আবহাওয়া অধিদপ্তর


দেশ আগামী ৩ মাসে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে: আবহাওয়া অধিদপ্তর

দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নিতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। এর মধ্য দিয়ে শেষ হতে চলেছে চলতি বছরের দীর্ঘ বর্ষা মৌসুম। এদিকে সকালের শিশিরে শীতের আগমন জানান দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

অক্টোবরের শুরুতে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশে স্বাভাবিকের চেয়ে কিছু বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ৩-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধাপে ধাপে বিদায় নেবে। এই সময় ৩-৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টির এবং ৪-৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×